নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিই শিহিপাশা গ্রামে সানজিদা নামের এক শিশুর মৃত্যু হয়েছে । চার বছর বয়সের সানজিদা ওই গ্রামের শাহিন সরদারের মেয়ে। গত তিনদিন পূর্বে সানজিদা নিউমোনিয়ায় আক্তান্ত হয় ।
গুরুত্বর অবস্থায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত জয়ধর সানজিদা মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসক জানিয়েছেন, প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত সানজিদাকে বাড়ি থেকে হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে ।
