বরিশাল বিভাগ

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় আহত-৩১

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় মঙ্গলবার দুপরে দুটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছে । আহতের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে ।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর একটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি (ঢাকা মেট্রো ব-১১-১২৪৪) বাসের সাথে বিপরিত দিক থেকে আসা বিএমএফ (ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫) পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় ।

এসময় বিআরটিসি বাসের পিছনে থাকা প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১২-০৩৭০) নিয়ন্ত্রন হারিয়ে বিআরটিসি বাসের পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে দুইটি যাত্রিবাহী পরিবহন ও প্রাইভেটকারের চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিক খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় ।

তিনি আরও জানান, দূর্ঘটনার কারনে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত সময়ের মধ্যে দূর্ঘটনা কবলিত গাড়ী মহাসড়কের উপর থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় । একইদিন সকালে মহাসড়কের আশোকাঠী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় পিকআপ-ট্রাক ও মাহেন্দ্রার ত্রিমূখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে । আহতের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *