উজিরপুরে বিধবাকে ধর্ষণ ॥ ধর্ষক লাপাত্তা
প্রতিনিধি, উজিরপুর (বরিশাল) উজিরপুর উপজেলার দত্তেস্বর গ্রামের এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারনে গত দুই মাসেও মামলা রুজু করা হয়নি।
চার সন্তানের জননী ধর্ষিতা ওই নারী জানান, স্বামীর মৃত্যুর পর তার পরিবারের খোঁজখবর নিতেন প্রতিবেশী মৃত ওয়াজেদ আলী খানের পুত্র ডিশ ব্যবসায়ী টিটন খান। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে টিটোন খান জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। এমনকি কৌশলে তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয় ধর্ষক টিটোন। তিনি আরও জানান, গত দুই মাস পূর্বে টিটোনকে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে বিভিন্ন তালবাহানা শুরু করে সে। বর্তমানে টিটোন খান গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছে।