জামিল আহমেদ এর কালেমার দাওয়াতের ফেরিওয়ালা
(অরণ্য শোয়েব) – জামিল আহমেদ একজন ইসলামিক কবি হিসেবে বেশ পরিচিত। ইসলামি বিভিন্ন কবিতা, গল্প, এর জন্য তিনি বেশ পরিচিত সবার কাছে। ছোটবেলা থেকেই ইসলামের ইতিহাস সম্পর্কে তিনি বেশ পটু। এর বাহিরেও তিনি বাংলাদেশের বিভিন্ন শহরের মসজিদে তিনি ও তার সঙ্গীরা ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান। তবে নতুন খবর হচ্ছে, সম্প্রতি তার আরও একটি ইসলামিক কবিতা প্রকাশ পেয়েছে। কালেমার দাওয়াতের ফেরিওয়ালা শিরোনামের কবিতা।
কবিতার প্রসঙ্গে জামিল আহমেদ ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, আলহামদুলিল্লাহ ” আরও একটি কবিতা আমার প্রকাশ পেয়েছে। ইনশাআল্লাহ! সামনে আরো কিছু কবিতা আসবে আমার। আসলে সময়ের অভাবে সেভাবে কবিতা আর আগের মতন লেখা হয়ে ওঠেনা। তবে চেস্টা করব এরপরে থেকে আলাদা কিছু করার। সবাই দোয়া করবেন আমার জন্য।
নিচে কবিতাটি ডেইলি বাংলাদেশ টাইম এর পাঠকদের জন্য তুলে ধরা
কালেমার দাওয়াত নিয়ে, পথে পথে হাঁটে,
নামাজের আহ্বান সে জানায় রাত ও দিনে।
আলোর প্রদীপ হাতে, আঁধারে দেয় আলোক,
সত্যের পথে ডাকে, করে আল্লাহর ডাক।
একা নয়, হৃদয়ে নিয়ে ইমানের শক্তি,
ফেরিওয়ালা জানায়, আল্লাহর মহিমা সবার প্রতি।?
তাওহিদের কথা গেয়ে, সবার মনে ছড়ায়,
দুনিয়ার মোহ ত্যাগ করে, জান্নাতের পথে ফেরায়।
তাঁর পথচলা নিরন্তর, কখনো না থামে,
হৃদয়ে আল্লাহর প্রেম, মুখে সালামের শামিল।
কালেমার দাওয়াত দিয়ে, জীবনকে সে গড়ে,
ফেরিওয়ালা তাই সবার মাঝে ভালোবাসা ছড়ায়।
তাঁর কণ্ঠে আছে মধুরতা, তাঁর দাওয়াতে শান্তি,
ফেরিওয়ালার ডাকেই মেলে জান্নাতের গেরুয়া পাটি।
আল্লাহর পথে চলতে শেখায়, ত্যাগের পথ ধ’রে,
কালেমার দাওয়াত নিয়ে ফেরিওয়ালা এগিয়ে চলে।