মাসুদ রানা সময়ের জন্মদিনে তারকার মেলা
(বিনোদন প্রতিনিধি, সোয়েব সিকদার)-দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার মাসুদ রানা সময়।দীর্ঘদিন যাবত তিনি গ্ল্যামারর্স দুনিয়া সুনামের সহিত কাজ করে আসছেন।নামি-দামি অনেক ফ্যাশন হাউজে তিনি ডিজাইনার হিসেবে ছিলেন।দেশের তারকাদের প্রথম পছন্দ মাসুদ রানা সময়ের ডিজাইন করা বাহারী সকল পোশাক।সময় এই সব কাজের জন্য পুরস্কারও পেয়েছেন বিভিন্ন প্রোগ্র্যামে।তবে তিনি অনেকটাই প্রচারের বাহিরে থাকতেই পছন্দ করেন। তিনি মনে করেন কাজটাই আসল আর ভালো কাজ করলে মানুষ এমনিতেই জানবে।

এসবই কিছু পুরানো খবর, নতুন খবর হচ্ছে গতকাল ৮ জুলাই ছিল এই খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন তারকা প্রিয় এই ফ্যাশন ডিজাইনার।

গতকাল জন্মদিন উপলক্ষে ডেইলি বাংলাদেশ টাইম এর সাথে কথা হয় ডেইলি বাংলাদেশ টাইম এর সাথে। তখন তিনি জানিয়েছেন, সবাই দু’তিন দিন আগে থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে এটা অন্য ধরণের ভালোবাসা যেটি অন্যসব কিছুর কাছে মূল্যহীন। এই ভালোবাসা আমি যুগযুগ ধরে তৈরি করেছি সবার কাছ থেকে। এই ভালোবাসা আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমার জন্য।
তিনি আরো বলেন, মাস ছয়েক আগে আমার ভাই চলে গেছেন পৃথিবী ছেড়ে তাই মনটা ভিষন রকমের খারাপ ছিল। কোনো কিছুতেই মন টানছে পরে সবাই বলল আসো সবার সাথে থাকো মন ভালো হবে। তাই চিন্তা করলাম পার্টি না, ছোট একটা গেট -টুগেদার করব আর তাই করলাম। বনানীর একটি রেস্টুরেন্টে।

গতকাল মাসুদ রানা সময় এর জন্মদিনের অনুষ্ঠানে
ছিল তারকার মেলা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইনার শৈবাল সাহা, গায়িকা পুজা, প্রেমা, মম, মডেল আখি আফরোজ মারিয়া মিলি। কোরিওগ্রাফার ইমু হাসমি আসাদ খান চিত্রনায়ক , জয় চৌধুরী, শিপন, সানজু জন, জনি আমান রেজা, জনি, ছিলেন আরো চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, মৌমিতা মৌ প্রমুখ।

