বিনোদন

ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের

Share this:

বাংলা ভাষার সিনেমাকে কেন্দ্র করে উত্তর আমেরিকার সবচেয়ে বড় আয়োজন—‘বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস’। এবার উৎসবটি ৮ম বছরে পা রাখছে। যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ থেকে ৩ আগস্ট, ২০২৫। 

প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে জমে উঠবে বাঙালির গল্প, গান, সিনেমা ও শিল্পের এক বহুমাত্রিক উৎসব। প্রত্যাশা আয়োজকদের।

ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকছে বাংলা সিনেমার শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশ ও ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোর পাশাপাশি নতুন প্রতিশ্রুতিশীল নির্মাতাদের কাজ। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য থাকছে নির্মাতা ও শিল্পীদের সাথে সরাসরি কথোপকথনের সুযোগ, সেলিব্রিটি উপস্থিতি এবং গোলটেবিল আলোচনার বিশেষ পর্ব।

কিন্তু এবার শুধু সিনেমা নয়, প্রথমবারের মতো এই উৎসবে যুক্ত হচ্ছে ‘নকশিকাঁথার ছবি’। শত শত বছরের বাংলার নারীর সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশিকাঁথা এবার র‍্যাম্পে হাঁটবে, রঙিন আলোয় মঞ্চে প্রাণ পাবে। সৃজনশীল এই প্রয়াসের পেছনে আছেন সৃজনেরহাট-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, ‘এবার ফ্যাশন ও সিনেমার মোহনায় গড়ে উঠবে এক নতুন অভিজ্ঞতা। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।’

উৎসবটিতে অংশ নিতে বিস্তারিত জানা যাবে www.srijonerhut.com ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *