জাতীয়সারাদেশ

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Share this:

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬৪ জনের মৃত্যু হয়েছে; যা একদিনের হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জনের, মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

আজ মঙ্গলবার (৩০ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইল বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫২ জন পুরষ এবং ১২ জন মহিলা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১ কোটিরও বেশী মানুষ। মৃত্যু হয়েছে ৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৬ লাখ মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *