আবারও বিপাকে ইতালি প্রবাসীরা : নতুন নোটিশ
করোনার শুরু থেকেই ইতালি সরকার ঘোষণা দিয়ে আসছিলেন, যারা ইতালির ডকুমেন্ট নিয়ে অন্যদেশে বা নিজদেশে আটকা পড়েছেন; তাদের ডকুমেন্টের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সময়ের মধ্যে যাদের ইতালীয় ডকুমেন্টের মেয়াদ শেষ হয়েছে বা হবে তারা আগস্টের শেষ তারিখ পর্যন্ত বিনা বাধায় ইতালিতে প্রবেশ করতে পারবেন।কিন্তু সম্প্রতি হঠাৎ বাংলাদেশের রোম দূতাবাস থেকে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, মেয়াদ শেষ হওয়া অভিবাসীদের ইতালিতে প্রবেশ করতে হলে রি-এন্ট্রি ভিসা নিতে হবে।
এতে বিপাকে পড়েছে ইতালির প্রবাসিরা। এ বিষয়ে জানতে দূতাবাসের রোম ও মিলান শাখায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে, ঢাকার ইতালিয় দূতাবাস থেকে রোমের বাংলাদেশ দূতাবাসকে ওই নোটিশ জানানো হয়েছে।কিন্তু ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা সঠিক নয়। কিন্তু দেখা যায় রোম দূতাবাস থেকে আরেক নোটিশে বলা হয়েছে, আগস্টের শেষ পর্যন্ত কোনো প্রকার রি-এন্ট্রি ভিসা দরকার হবে না।এর মধ্যে বহু মানুষ রি-এন্ট্রি ভিসার জন্য দৌঁড়ঝাপ শুরু করেন। দালালরা ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার চেষ্টা করে, কারো কারো কাছ থেকে নিয়েছেও।ইতিপূর্বে বাংলাদেশ রোম দূতাবাস অনেকগুলো বিভ্রান্তিকর নোটিশ দিয়েছে এবং পরিবর্তন করেছে।সাধারণ ইতালি প্রবাসীরা মনে করছে, দূতাবাস এমন কোন নোটিশ প্রকাশ করা উচিত নয় যার কোন ভিত্তি নেই ও আইনগত বৈধতা নেই।