বিনোদন

ভাঙছে এফডিসি

Share this:

করোনাকালে স্থবির হয়ে পড়া ফিল্মিপাড়ার সুযোগটাই কাজে লাগিয়েছে এফডিসি। করোনাকালেই ভাঙা শুরু হয়েছে এফডিসি।

এফডিসির পক্ষ থেকে জানানো হয়েছে– বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে আধুনিক শপিংমল ও সিনেপ্লেক্স থাকবে।

নতুন এই প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী বলেন, এখানে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল। শুধু মন্ত্রণালয় থেকে পাস হওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। এবার সেটি হওয়ার পর ভাঙার কাজ শুরু হয়েছে। গত ৫ জুলাই থেকে শ্রমিকদের দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে।

কাজ চলাকালীন শুটিংয়ের কোনো সমস্যা হবে না বলে জানান আইয়ুব আলী।

তিনি বলেন, শুটিংয়ের জন্য কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটি এখন উপযুক্ত। যে কেউ চাইলে কবিরপুর গিয়ে শুটিং করতে পারবেন।

তবে নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান আইয়ুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *