বরিশাল বিভাগ

উজিরপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ আলী আরশাদ

Share this:

প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় মঙ্গলবার রাতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী আরশাদ।

এর আগে মঙ্গলবার সকালে বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন। একই সাথে উজিরপুর থানার দায়িত্ব দেয়া হয়েছে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে।

সোমবার একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইন্সপেক্টর মমিন উদ্দিন।

উজিরপুরের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আলী আরশাদ ইতোপূর্বে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শক এর দায়িত্ব পালন করেন।


তারপুর্বে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনাগাজী মডেল থানা, পশুরাম থানায় দুবার, ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল ও বিজয় নগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা ওসি আলী আরশেদ পুলিশের চাকরি জীবনে দুবার কচুবা ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখানে সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *