গানবিনোদন

আজ রাতে বিটিভিতে থাকছেন আকিব বিন আখতার

Share this:

সংগীতশিল্পী আকিব বিন আখতার ছোটবেলা থেকেই গানের চর্চা করে আসছেন।তিনি স্কুল কলেজে পড়াকালীন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গান গেয়েছেন এবং জিতেছেন পুরস্কার হয়েছেন চ্যাম্পিয়নও। সাত বছর ক্যারিয়ারে শুরুটা হয়েছিল ‘ভালোবেসেছি তোমায় ‘ শিরোনামের একটি ডুয়েট গানের মধ্য দিয়ে। এরপরে আর থেমে থাকতে হয়নি আকিবের একের পর এক গান দিয়ে জয় করেছেন দর্শকদের মন।

১৭ টি মৌলিক গানের মধ্যে সাতটি ডুয়েট দশটি সলোতে কন্ঠ দিয়েছেন।এছাড়াও অসংখ্য গানে তিনি কন্ঠ দিয়েছেন মোটামুটি অনেকের সাথেই তার কাজ হয়েছে তার। নিজের সূরেও বেশ কিছু গান করেছেন।তিনি সমানভাবে স্টেজ শো করেন বিভিন্ন স্থানে।সব কিছু বন্ধ থাকার কারনে এই গায়কও অবস্থান করছেন নিজ বাসায়। সাময়িকভাবে কিছুদিন আগে শোবিজের বিভিন্ন মাধ্যমও উন্মুক্ত করে দেয়া হয়।করোনার কারনে বিভিন্ন শো এবং গান থেকেও কিছুটা দূরে ছিলেন এই গায়ক তবে তিনি ফিরেছেন বিটিভিতে একটি গানের প্রোগ্রাম এর মধ্য দিয়ে।

বিটিভির অনুষ্ঠানমালার মধ্যে আজ রাত দশটা বিশে প্রচারিত হবে আকিবের তিনটি মৌলিক গান। ‘শিউলী মালা’ শিরোনামের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

গানের প্রসঙ্গে আকিব বলেন, প্রায় তিন মাস পর কাজ করলাম। এই প্যান্ডামিকে কাজ করাই তো মুশকিল এছাড়াও খুব মিস করছিলাম টিভি সেটের কাজ। ভালো লেগেছে অনেকদিন পর কাজ করে। আমরা সবাই এই সেটে সাস্থ্যবিধি এবং যতটা সম্ভব দূরত্ব মেনেই কাজ করেছি।

তিনি আরো বলেন, বেশকিছু নতুন গানের কথাও চলছে খুব শিগগিরই প্রজেক্টগুলো হাতে নিবো।নতুন গান নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি।এবং শো আরও কিছুদিন পর থেকে শুরু করব কারণ দেশের এখন অবস্থা খুব একটা ভালো নয় তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই শো শুরু করব ভাবছি।

উল্লেখ্য, বারোটি মাস, মন মানেনা, কত জ্বালাবি বল, পোড়ামনসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *