আহমেদ জিহাদের পরিচালনায় প্রথম মোবাইলে চিত্রায়িত ওয়েবফিল্ম
আহমেদ জিহাদ শোবিজ অঙ্গনের সবচেয়ে কনিষ্ঠ একজন নির্মাতা।ছোটবেলা থেকেই সিনেমাভক্ত এই পাগল চিন্তা করতেন হলিউডের নির্মাতা জেমস ক্যামেরুন কিভাবে সব দারুন দারুন সিনেমা নির্মাণ করেন ? আস্তে আস্তে জিহাদের বেড়ে ওঠা এবং ২০১৩ থেকে সে মিডিয়াতে কাজ শুরু করেন।প্রথম নাটক ‘বিস্মৃতি’ এটি নির্মাণ করেন ২০১৪ সালে এরপরে মাঝে কিছু শর্টফিল্ম নির্মাণ করেছেন। একটি সাইন্সফিকশন ফিল্ম ‘জিদু’ শুরু করেন ২০১৫ তে। বাজেট সংকটে সে কাজ আলোরমুখ দেখেনি।এরপরে আবারো নাটক ২০১৬ সালে ” একটি ভুল” তারপর টেলিফিল্ম ‘ সুপার বয়ফ্রেন্ড’ নির্মাণ করেন ২০১৭ একই বছরে নাটক বানান মিস্টার এন্ড মিসেস জিনিয়াস।২০১৭ সালটি ছিল তার জন্য মধুময় কারণ ওই বছরেই তিনি আবার আরএফএল এর কিছু শর্টফিল্ম এর কাজ করেন। এবং অন্যান্য কিছু বিজ্ঞাপন চিত্রের ও ডিরেকশন দেন।সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে এই কনিষ্ঠ নির্মাতা দেশের প্রথম ওয়েব ফিল্ম ” জনি পিটার” (২০১৮) নির্মাণ করে তাক লাগিয়ে দেয় পুরো ইন্ড্রাষ্টিকে।মাঝে চলতে থাকে নাটক ” প্রার্থনা” ( ২০১৯) ,নাটক জন্মদাত্রী (২০১৯) ,নাটক ” লিভিং একসাথে (২০১৯ ) সহ অসংখ্য মিউজিক ভিডিও তিনি নির্মাণ করেছেন।
আর বছরের শেষে শুরু করেন’বিচ্ছু’ সিনেমার কাজ যদিও সিনেমাটি আটকে আছে করোনার কারণে তবে খুব তাড়াতাড়ি আবারো শুরু হচ্ছে এ সিনেমার শুটিং।

তার সবশেষ কাজ ছিল ২০২০ সালের মোবাইল ফোনে ৫২ মিনিটের ওয়েব ফিল্ম ‘থ্রি’।এটিও একটি চমক ছিল কারণ দেশে এই প্রথম মোবাইল ক্যামেরায় দীর্ঘ সময়ের কোনো ওয়েব ফিল্ম তিনি নির্মাণ করে দেখিয়েছেন।এরইমধ্যে ‘থ্রি ওয়েব ফিল্ম এর ট্রেইলার অবমুক্ত হয়েছে এবং আগামী ১০ সেপ্টেম্বর এস লেবেল’র ইউটিউব চ্যানেলে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার করে রিলিজ দেওয়া হবে এই ছবিটি।
সিনেমার প্রসঙ্গে আহমেদ জিহাদ ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন,’ থ্রি” একটি সাসপেন্স থ্রিল্লের ওয়েব ফিল্ম।দেশে এই প্রথম দীর্ঘ সময়ের একটি ওয়েব ফিল্ম এর শুটিং যেটি মোবাইল ডিভাইস দিয়ে করা হয়েছে।এটা আসলে ফিল্মের মতো করে নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ থ্রিলার গল্প। প্রতি সিকোয়েন্সে সাসপেন্স রয়েছে। আমার এই প্লানটা ছিল লকডাউনের শুরুতেই।ইমতু ভাই সাঞ্জু ভাই নীরব ভাইকে ভাগ্যবশত আমি সবাইকে একসঙ্গে পেয়েছি কলকাতাতে কারণ তখন সব দেশেই লক ডাউন চলছিল।তারাই নিজেরই এটির চিত্রধারণ করেছেন এবং আমি ভিডিও কলের মাধ্যমে ডিরেকশন দিয়েছি। ‘থ্রি’ তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, ইমতু রাতিশ ও তন্ময়।
জিহাদ আরো বলেন,এই ওয়েব ফিল্মের অর্থ আমরা কেউ নিজেরা নিচ্ছিনা বরং এই করোনাকালে অসহায় মানুষদের মধ্যে এই টাকাটি আমরা বিলিয়ে দিবো।এছাড়াও আমার বিচ্ছু সিনেমার কাজ শুরু করারও পরিকল্পনা করছি এখন খুব শিগ্রহ বিষয়টি নিয়ে আমরা আলাপ করবো টিম মেম্বারদের সাথে।

