বিজ্ঞাপন দিয়ে ফিরলেন সাঞ্জু জন
মডেল চিত্রনায়ক সাঞ্জু জন।করোনাভাইরাস ঠেকাতে দেশে দেশে বন্ধ হয়েছিলো ফ্লাইট। লকডাউনের কারণে অনেকেই বিদেশে গিয়ে আটকা পড়েছিলেন। তেমনি কলকাতায় গিয়ে বেশ ক’জন কলাকুশলীসহ আটকে ছিলেন চিত্রনায়ক সাঞ্জু জন।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার একটি হোটেলে চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন, নতুন অভিনেত্রী বন্যি, রাইসাসহ মেকাপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই আটকে ছিলেন। অবশেষে ৪ মাস পর গত ১৬ জুন দেশে ফিরেছেন তারা।
কলকাতায় আটকে থাকার কারণে দীর্ঘদিন সকল ধরণের বড় শুটিং থেকে দূরে ছিলেন সাঞ্জু জন। সেইসঙ্গে করোনার কারণেও সব বন্ধ ছিলো। সব কাটিয়ে প্রায় চার মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। প্রাণ কোম্পনির একটি টিভিসির শুটিং করছেন সাঞ্জু জন।
এ নাটক প্রসঙ্গে তিনি ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন, ‘অনেকদিন পরে ক্যামেরার সামনে দাঁড়ালাম। দারুণ এক অনুভুতি। বলে কয়ে বোঝাতে পারছিনা। অনেকদিন ইন্ডিয়াতে আটকে ছিলাম এবং করোনার জন্য কাজ করতে পারছিলাম না। এখন স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ হলো। ভালো লাগছে।
তিনি আরো বলেন,বিজ্ঞাপন করতে এমনিতে আমার ভালো লাগে।আর আগেও প্রায় বিশ থেকে ২৬ টির মতো বিজ্ঞাপন করেছি।প্রায় ছয় মাস পর প্রপার ক্যামেরার সামনে দাঁড়ালাম এর মধ্যে একটি ওয়েব সিরিজ করেছি ‘থ্রি’ শিরোনামের কলকাতাতে বসে আর এটি ঈদে আসছে। নির্মাণ করেছে আহমেদ জিহাদ।যে বিজ্ঞাপন করলাম এটির গল্প সুন্দর এবং এটি ভিডিওসহ বিলবোর্ড আকারেও আসবে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাফিস জাহিদ।আজ সারাদিন ঢাকার অদূরে তিনশো ফিট সংলগ্ন এলাকায় এটির চিত্রধারণ করা হয়।সাঞ্জু ছাড়াও রনি মিথিলাসহ অনেকেই অভিনয় করেছেন।