পুরস্কার পেতে সব সময়ই ভালো লাগে -অধরা খান
ঢাকাই সিনেমার ‘মাতাল ‘ কন্যা চিত্রনায়িকা অধরা খান।’মাতাল’ এবং ‘নায়ক দুটি সিনেমা দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে এ নায়িকার।যদিও তার প্রথম সিনেমা ছিল ‘পাগলের মতো ভালোবাসি ‘ এটি এখনো মুক্তির আলো দেখেনি তবে শোনা যাচ্ছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে মুক্তি পাবার সম্ববনা আছে।
তবে নতুন খবর হচ্ছে যে ১৩ই মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার – ২০১৯ আর এতে বাংলাদেশ থেকে পুরস্কৃত হন চিত্রনায়িকা অধরা খান।এটি আয়োজন করেন ভারতের পচিমবঙ্গের সম্প্রীতি সুর।

করোনা ভাইরাসের প্রকোপের জন্য অভিনেত্রী আগেই কলকাতা থেকে ত্যাগ করলে ১৬ জুলাই আয়োজকদের পাঠানো সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন মো ফরমান আলী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এবং বাচসাসের সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ সহ অনেকেই।
এই প্রসঙ্গে চিত্রনায়িকা বাংলাদেশ টাইমকে বলেন,আসলে খুবই ভালো লাগছে একটি ভিন্ন অনুভূতি হয় পুরস্কার পেলে এবং পুরস্কৃত হলে কাজের প্রতি আরো টান এবং শ্রদ্ধা বেড়ে যায়।পুরস্কার পেতে সবসময় ভালো লাগে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এবং এই করোনাকালে পুরস্কারটি আমাকে কাজের জন্য আরো স্পিড যোগাবে।
বর্তমানে তিনি লকডাউনে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-১৯’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী এবং এই ছবির বেশ কিছুদিন শুটিং করেছেন।আপাতত বন্ধ আছে এ-ছবির কাজ এবং ঈদের পর দুই একটা সিনেমায় কাজ করার কথা চলছে তার।