গানবিনোদন

দুর্গাপূজা উপলক্ষে বিশ্বরঙ এর ভিন্ন আয়োজন

Share this:

বিশ্বরঙ বাংলাদেশের একটি জনপ্রিয় ফ্যাশন হাউজ।হাউজের কর্ণধার বিপ্লব সাহা শুধু ফ্যাশন হাউজের মালিক নন তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক প্রিয় মানুষ।নিজেকে সাংস্কৃতিক অঙ্গনের সবস্থানেই নিয়োজিত রেখেছেন।

সম্প্রতি বিশ্বরঙ একটি ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।আসন্ন শারদীয় দুর্গোৎসবে পুজোর গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্বরঙ নিবেদিত “পুজোর গানে বাঁধবো প্রাণ” শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। প্রতিযোগিতার মহাবিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তী সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। সহ বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের দু’জন গুণী সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ এবং সমরজিৎ রায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু নিয়মাবলী  সেটে দিয়েছেন আয়োজক কমিটিরা।অংশগ্রহণ করতে যা লাগবে

* এই প্রতিযোগিতায় বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।

* মায়ের গান, দুর্গোৎসব ভিত্তিক গান বা যে কোনো প্রার্থনা সংগীত গাওয়া যাবে।

* গানটির স্থায়ী ও একটি অন্তরা তাল ঠিক রেখে শুধুমাত্র যে কোনো একটি যন্ত্রের সহযোগিতায় গেয়ে ভিডিও করে পাঠাতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যেই। খেয়াল রাখতে হবে যেন কণ্ঠ স্পষ্টভাবে শোনা যায়।

* প্রতিযোগীর পুরো নাম, বয়স, জেলার নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই সঙ্গে উল্লেখ করে দিতে হবে।

* প্রতিযোগিতা বিষয়ক সমস্ত তথ্যাদি (www.facebook.com/pujorgaan) এই ফেসবুক পেজে পাওয়া যাবে।

* ভিডিওটি নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। ●হোয়াটসঅ্যাপ নম্বর: +8801970952153 ●ইমেইল: pujorgaan@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *