বিনোদন

‘বিশ্বসুন্দরী’র টিম আজ থেকে সিলেটে!

Share this:

গত ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আজ পা রেখেছে ৯ম সপ্তাহে। বিরতিহীনভাবে চলা এ ছবিটি শুধু প্রেক্ষাগৃহেই নয়, আজ থেকে প্রদর্শন হবে জেলা শহরগুলোর মিলনায়তনে। পরিকল্পনা অনুযায়ী, আজ শুরুতেই ‘বিশ্বসুন্দরী’ টিম সিলেটে আসছে। সিলেটের শাহী ঈদগাহে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমীতে আজ শুক্রবার বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টা এবং আগামীকাল শনিবার বিকাল ৩টা, ৫টা এবং সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে দেখানো হবে চয়নিকা চৌধুরী পরিচালিত জনপ্রিয় এই চলচ্চিত্র।টিকেটের মূল্য ১২০ টাকা।

প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সূত্রে জানা গেছে, এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা দর্শকের সাথে বসে ছবিটি দেখবেন। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

তিনি বলেন, সিলেট শহরের উল্লেখযৌগ্য স্পটে ‘বিশ্বসুন্দরী’র ব্যানার টাঙিয়ে প্রচারণা চলছে। টিকেটের ব্যাপারে দর্শকের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। চিত্রনায়িকা পরীমনি গত বুধবার সিলেট থেকে ‘মুখোশ’ চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন।

জানা গেছে, মাঝে একদিন ঢাকায় বিশ্রাম করে আবার সিলেটে ফিরে যাবেন তিনি সিলেটের টানে, দর্শকের ভালোবাসার টানে।

পরীমনি বলেন, যে চলচ্চিত্রকে আমি বিশ্বাস করি, যে চলচ্চিত্রকে দর্শক এত ভালোবেসেছে, সে চলচ্চিত্রের সাথে আমি শেষ পর্যন্ত থাকতে চাই। প্রিয় সিলেটের দর্শকরা ‘বিশ্বসুন্দরী’ দেখবে-এই দৃশ্য দেখার জন্য হলেও আমি উপস্থিত থাকতে চাই। দর্শকের প্রতিক্রিয়া জানতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *