নতুন দুই সিনেমায় মিস্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। তিনি নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক বড়পর্দায়।
এরপরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।গত বছরে মাঝামাঝিতে মুক্তি পেয়েছিল
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র ‘তুই আমার রানি’।ছবিটি বেশ আলোচনায় ছিল।
দেশের গন্ডি পেরিয়ে তামিল ও ভোজপুরি রংবাজ খিলাড়িতে অভিনয় করছেন মিষ্টি, এরপরে রয়েছে সোহম সাথে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের রয়েছে আরেক ছবিসহ বেশ কয়েকটি মুক্তির অপেক্ষায়।
সম্প্রতি মিস্টি জান্নাত নতুন দুই ছবিতে চুক্তি স্বাক্ষর করেছেন। আজ একটি পাঁচ তারকা হোটেলে বসে এই ছবির সাইনিং করেন এ নায়িকা।’কি করে বলব তোমায় প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করছেন মান্নান গাজীপুরী। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
এবং অপর ছবিটির প্রসঙ্গে বিস্তারিত জানাননি নায়িকা।তিনি বলেন সবকিছু ফাইনাল হল একটু সময় নিয়ে সবাইকে জানাইতে চাই।
ওদিকে ‘কি করে বলব তোমায় প্রিয়তমা’ ছবির প্রসঙ্গে চিত্রনায়িকা মিস্টি জান্নাত ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন,এটি একটি ফ্যামিলি ড্রামার গল্প এবং একশন রোমান্টিক ধাচেরও কিছুটা। মানে কথা একটি প্যাকেজ। প্রায় এক বছর পরে শুটিংয়ে যাচ্ছি এর কারণ আগের চেয়ে একটু গল্পের উপরে নজর দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এই গল্পটি ভালো এবং দর্শকদেরও ভালো লাগবে। সবকিছু ঠিক থাকলে আমরা আগামী মাসে এই ছবির শুটিং শুরু করব।