বরিশাল বিভাগ

বরিশালে সাত জেলের কারাদন্ড

Share this:


বরিশাল ব্যুরো ॥ জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে দিনভর অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথভবে অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার সকালে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড প্রদানের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জেলে খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার হিজলা ও পাশর্^বর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। হিজলা নৌ পুলিশের ওসি মোঃ বেল¬াল হোসেন জানান, শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ হালিম মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়। রাতে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে এক বছর করে সাজা প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *