বরিশাল বিভাগ

মেহেন্দিগঞ্জের ভাষানচরে বরিশালগামী ট্রলারে ডাকাতি

Share this:

বরিশাল ব্যুরো : উপজেলার ভাষানচর নামকস্থানে হিজলা থেকে বরিশালগামী ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ট্রলারে থাকা রোগীসহ সাতজন আহত হয়েছে ।


আহতদেরকে নদীতে মাছ ধরার জেলেরা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম ও হিজলা উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন-হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা ও ট্রলারের মাঝি জুয়েল বয়াতী, ব্যবসায়ী জাহাঙ্গীর বয়াতী, রুবেল বয়াতী, মাইদুল ইসলাম, হিজলা গৌরবদী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদার, তার স্ত্রী হালিমা বেগম ও তার মেয়ে মমতাজ বেগম ।


ট্রলার মাঝি জুয়েল বয়াতী জানায়, বুধবার সকালে হিজলার একতা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের জন্য বরিশালের উদ্দেশ রওয়ানা হই ।

মেহেন্দিগঞ্জের ভাষানচর নামক স্থানের নদীর মাঝ বয়া পর্যন্ত পৌঁছানো মাত্রই একটি ট্রলারযোগে ৮/১০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে তাদের ট্রলারে হামলা চালায়। এসময় ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের প্রায় ২০ লাখ টাকা লুটে নেয়া হয় ।


ডাকাতদলের হামলার শিকার হিজলা গৌরবদী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদার জানান, তার মেয়ে অসুস্থ থাকায় অপারেশন করানোর জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে যাচ্ছিলাম। এসময় নদীতে ডাকাতদলের হামলার শিকার হয়েছি। ডাকাতরা আমার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়েছে ।


ডাকাতির ঘটনায় কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদলকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *