কারাগারে ধর্ষণ মামলার আসামীর মৃত্যু
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
নিজ বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হানিফ খলিফা (৪০) নামের এক আসামী গলায় ফাঁস দিয়ে কারাগারের মধ্যে আত্মহত্যা করেছে।
শুক্রবার দিবাগত ভোররাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগারের সে আত্মহত্যা করে। নিহত হানিফ জেলার বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার পুত্র। সে নগরীর মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা এলাকার চৌহুতপুর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় নিজ বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা হানিফ খলিফার বিরুদ্ধে একটি মামলা করেন তার স্ত্রী। ওই মামলায় গত ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলো হানিফ।
বরিশাল কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কয়েকদিন পূর্বে ডিএনএ টেষ্টের জন্য হানিফ কারাগারের বাহিরে গিয়েছিলো। তাকে কারাগারে নিয়ে আসলে কোয়ারিন্টাইনে রাখা হয়। শুক্রবার দিবাগত ভোররাতে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মশারি ছিরে রশি বানিয়ে শৌচাগারের পানির পাইপ লাইনের সাথে ঝুলে থাকা অবস্থায় হানিফের মরদেহটি দেখতে পান। তিনি আরও জানান, শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।