নাটকবিনোদনসিনেমা

পাঁচ বছর পরে সজল-ফারিয়া

Share this:

ইকবাল একজন কলেজ শিক্ষক তার বউ একজন হাউস ওয়াইফ।বউ দীর্ঘদিন যাবত ব্রেন ক্যান্সারে ভুগছে কিন্তু ইকবাল কোনভাবেই তার বউকে ইগনোর করা বা তার দায়িত্ব থেকে সরে আসা এসবের মধ্যে নেই। যদিও তাদের বিবাহের ছয় বছর অতিক্রম করেছে তাদের সংসারে কোনো বাচ্চাকাচ্চা নেই ইকবাল জানে তার বউ বাঁচবে না তারপরও তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যায়। অবশেষে যখন ব্রেইন ক্যান্সারের লাস্ট স্টেজ চলে আসে তখন ইকবাল মানসিকভাবে ভেঙে পরে।

বিষয়টা তার বউকে সে জানাতে চায় না সে যে বাসায় ভাড়া থাকে সে বাসায় অন্তরা নামে একটি মেয়ে থাকে সেই অন্তরা ইকবালের ওয়াইফের সাথে তার খুবই ভাল সম্পর্ক থাকে। ইকবাল যখন কলেজে চলে যায় তখন তার সাথে এসে আড্ডা মারে গল্প করে সব বিষয় নিয়ে তার সাথে আলাপ-আলোচনা কর।কিন্তু মেয়েটি যখন বুঝতে পারে ইকবালের বউ বাঁচবে না তখন সেই মেয়েটি ইকবালকে ধীরে ধীরে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসার কাছে হার মানানোর চেষ্টা করে ।

মেয়েটি ইকবাল এতই কঠোর তাদের ভালোবাসার কাছে অন্য কোনো ভালোবাসা যেন হার না মানে সেভাবেই তিনি প্রতিটি স্টেপ ফেলেন ।তার কাছে তার বউ ছাড়া পৃথিবীতে অন্য কোন কিছুই আর প্রধান না একটা পর্যায়ে তিনি কলেজে চাকরি ছেড়ে দেন । তিনি চায় তার বউকে সুস্থ করে আগের মতো জীবন যাপন করতে অবশেষে তার অসুস্থতার পরিমাণ এতোটুকুই বেড়ে যায় সেটাকে ধরে রাখতে পারেনা । সে মারা যায় মারা যাওয়ার পর তার ওয়াইফের ইচ্ছা থাকে ইকবালের চাকরি শেষ হলে তারা গ্রামে গিয়ে একটি স্কুল করবে সেই স্কুল নিয়েই তারা সারাটা জীবন কাটিয়ে দেবে এভাবেই গল্পটি এগিয়ে যায় সামনে।

নাটকের এমনি একটি গল্পের উপরে আসছে বিশেষ একটি নাটক ‘তোমায় আমায় মিলে ‘। এটি নির্মাণ করেছেন তারেক রহমান।এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ,ফারিয়া শাহরীন ,সাদিয়া তানজিন ,মোশারফ হোসেন খান ,হাসান প্রমুখ।অক্টোবর মাসের দিকে ঢাকার একটি শুটিং হাউজে এ নাটকের চিত্রধারণ করা হয়।খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকের প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন ,প্রায় চার পাঁচ বছর পরে সজল ভাইয়ের সাথে কাজ করলাম।আর সজল ভাই তো খুব কোঅপারেটিভ এবং লাক্স থেকে বের হবার পরে ভাইয়ার সাথে অনেক কাজ করেছি ।সজল ভাইয়ের সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো।সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে এবং নির্মাতা খুব যত্নসহকারে কাজটি নামিয়েছেন।এই নাটকের গল্পটি একদমই আলাদা এমন গল্প খুব কম চোখে পরে দর্শকদের ।আশা করছি কাজটি ভালো লাগবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *