বরিশালে কিশোরী ধর্ষণ
বরিশাল ব্যুরো : আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করা হয়েছে।
আগৈলঝাড়া মডেল থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে আগৈলঝাড়া মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ একই গ্রামের মৃত মুসা মোল্লার পুত্র। তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।