বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে দারুণ খুশি শিল্প নির্দেশক ফরিদ আহমেদ

Share this:

শিল্প নির্দেশক ফরিদ আহমেদ এর সিনেমায় যাত্রা শুরু হয় নব্বই দশকে। প্রায় চারশো সিনেমার কাছাকাছি তার সেট নির্মাণ করার অভিজ্ঞতা। প্রথমে সহকারী হিসেবে শুরু করলেও কাজের মান ও অভিজ্ঞতা দেখে পরিচালক ও প্রযোজক শিল্প নির্দদেশক হিসেবে তার উপর আস্থা রাখা শুরু করেন।

তার দীর্ঘদিন এর কাজের পুরস্কার পেলেন আজ তিরিশ বছর পর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর শ্রেষ্ঠ শিল্প নির্দেশক যৌথভাবে তিনি পাচ্ছেন।

বিরাট এই সম্মাননা পেতে গিয়ে আবেগতাড়িত কন্ঠে তিনি ডেইলি বাংলাদেশ টাইম কে ফরিদ আহমেদ বলেন, আমি কৃতজ্ঞ আমার ওস্তাদদের কাছে যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন কাজের ক্ষেত্রে। আমার এই পথ চলায় তাদের অবদান অনেক।এবং ধন্যবাদ জানাই জাকির হোসেন রাজু স্যারকে তিনি তার সিনেমায় ‘মনের মত মানুষ পাইলাম না ” সিনেমায় কাজ দিয়েছিলেন বলে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করব এটা আমার জীবনের সেরা প্রাপ্তি হবে। এবং প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখব এটা অনেক বড় ভাগ্য আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *