কাজী সাইফের ভালোবাসা দিবসের নাটক ‘মোনালিসা
ভিন্ন ধারার ভালবাসার গল্পের নাটক ‘মোনালিসা’। আসন্ন ভালবাসা দিবসকে উদ্দেশ্য করে নাটকটি বানান হয়েছে। মোনালিসা নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।
এছাড়াও রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকের গল্পে দেখা যায় গল্পের নায়ক রতন তার স্বপ্নে লালন করা যে মেয়েটিকে ভালবাসত তাকে বাস্তবেই পেয়ে যায় । রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলরসে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভাল লাগা তৈরি হয়।
নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। ভালবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।