বরেণ্য সাংবাদিক মিজানুর রহমানের স্মরণে বরিশালে শোকসভা
বরিশাল ব্যুরো :
বরেণ্য সাংবাদিক ও বরিশালের কৃতি সন্তান সদ্য প্রয়াত মোঃ মিজানুর রহমান খানের স্মরণে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলার পাঁচ উপজেলার পেশাজীবী সাংবাদিকদের অংশগ্রহণে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কলেজ গেইট সংলগ্ন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি জহির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সরদার সোহেলের সঞ্চালনায় সবশেষে সাহসী ও নির্ভীক সাংবাদিক মিজানুর রহমান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।