বিনোদনসিনেমা

নতুন বছরে প্রথম বিজ্ঞাপনে ইমন

Share this:

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ মামনুন হাসান ইমন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং ও নাটক দিয়ে। ছোটপর্দার সফলতা একসময় তাকে টেনে নিয়ে আসে রুপালি পর্দায়। নায়ক হয়ে অভিনয় করেছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিমসহ আরও অনেক নায়িকার বিপরীতে।

চলচ্চিত্রের অভিনয়ের পাশপাশি ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি।নিজেকে পুরোদস্তুর চলচ্চিত্রের মানুষ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন ইমন। চলচ্চিত্রই তার ধ্যান-জ্ঞান। অভিনয় করতে চান ভালো ভালো চলচ্চিত্রে। সম্প্রতি তিনি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন।ইউনিভার্স মেডিকেল কলেজের বিজ্ঞাপন গত তিনদিন করে আজ ইতি টানলেন।

এ বিজ্ঞাপনে ইমনের বিপরীতে ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

বিজ্ঞাপনের প্রসঙ্গে ইমন ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, নতুন বছরে সিনেমার কাজ শুরু করলেও বিজ্ঞাপন প্রথম করলাম।ভালো একটি গল্পের টিভিসি ছিল।গল্পটির মধ্যে ইমোশনাল একটা ব্যাপার ছিল আর পরিচালক যখন শোনালেন গল্পটি এক কথায় রাজি হয়ে গেলাম।তিনদিনের শুটিং এর মধ্যে মেডিকেল কলেজ ও বাহিরে শুট ছিল এবং পারিবারিক কিছু ব্যাপার ছিল।

তিনি আরো বলেন, আয়েশা মেমোরিয়াল হসপিটাল এর যে কর্নধার আশিষ দা খুবই চমৎকার মনের মানুষ। সবসময় দেখেছি মানুষের পাশে থাকতে।এবং বর্তমানে আয়েশা মেমোরিয়াল মেডিকেল হসপিটাল খুব সুনামের সাথেই মানুষকে সাহায্য করে এবং ডাক্তার থেকে শুরু করে তাদের সার্ভিস খুবই প্রশংসনীয়।তো সব মিলিয়ে যখন কাজটি করলাম আমার কাছে ভালোই লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *