বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
বরিশাল ব্যুরো :
জেলার গৌরনদী হানিফ মার্কেটের একটি মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটসহ ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গৌরনদী মডেল থানা ব্যবসায়ী মোঃ রিয়াজ সরদার একটি সাধারণ ডায়রী করেছেন।
বুধবার সন্ধ্যায় মুদি ব্যবসায়ী মোঃ রিয়াজ সরদার জানায়, প্রান কম্পানির এসআর সাইফুল বয়াতীকে ক্রয়কৃত পণ্য পরিবর্তন করে অন্য পণ্য দেয়ার কথা বলা হলে ক্ষিপ্ত হয়ে উঠে সাইফুল। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে (রিয়াজ) মারধর করা হয়। পরবর্তীতে প্রাণ কম্পানির ডিলার ইলিয়াস বেপারী পনের-বিশ জন সন্ত্রাসী নিয়ে দোকানে হামলা চালিয়ে দোকানের ক্যাশে থাকা নগদ ষাট হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এতে সে (ব্যবসায়ী রিয়াজ) বাঁধা প্রদান করলে তাকে পিটিয়ে আহত করা হয়।