বরিশালে পাঁচ বাহিনীর প্রধান গ্রেফতার
বরিশাল ব্যুরো : জেলার আগৈলঝাড়ায় পাঁচ বাহিনীর নামে ব্যবসায়ির কাছে উড়ো চিঠি দিয়ে বিপুল অংকের চাঁদা দাবি করা কথিত পাঁচ বাহিনীর প্রধান রবিউল হাওলাদার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শিহিপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের পর দুপুরে রবিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি গৈলা বাজারের ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক ব্যবসায়ী পরিমল ঘোষের কাছে “পাঁচ বাহিনীর নামে” একটি উড়ো চিঠি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চিঠিতে চাঁদার বিষয়টি থানা পুলিশ, রাজনৈতিক নেতা ও সরকারী আমলাদের কাউকে না জানানোর জন্য হুমকি দেয়া হয়।
তিনি আরও জানান, ব্যবসায়ি পরিমল ঘোষ বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে আলাপকালে জানতে পারেন, তার (পরিমল) ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ বছর যাবত দুধ সরবরাহকারী দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র রবিউল ইসলাম ঘটনার সাথে জড়িত। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে অভিযান চালিয়ে পাঁচ বাহিনীর প্রধান রবিউলকে গ্রেফতার করা হয়।