বরিশাল বিভাগ

গৌরনদীতে পাকা স্থাপনা উচ্ছেদ

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার বার্থী বাজারে কোটি টাকার সম্পতি দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছে এক প্রভাবশালী শিরোনামে গনমাধ্যমে গত ৪ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশিত হলে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্থাপনাটি উচ্ছেদ করেছেন।বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জানান, বার্থী মৌজার বঙ্গবন্ধু সড়কের পাশে বার্থী বড়দুলালী খাল দখল করে স্থানীয় প্রভাবশালী কানাডা প্রবাসী আজিম উদ্দিন মোল্লা ও তার ভাই মোফাজ্জেল হোসেন মোল্লা খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করেন। সোমমবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপণা উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় অবৈধ দখলদার মোফাজ্জেল হোসেন মোল্লা লোকজন নিয়ে বাঁধা প্রদান করেন। পরবর্তীতে পুলিশের সহযোগীতায় বাঁধা প্রদানকারীরা পালিয়ে যায়।পরে ভূমি অফিসের শ্রমিকরা অবৈধ স্থাপণা গুড়িয়ে দেয়। এ সময় সার্ভেয়ার মোঃ শাহজাদা মিয়া, বার্থী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকতার্ মিশেল আল সাদিক, নাজির আলাউল ইসলাম, গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *