বরিশাল বিভাগ

মাদক নির্মুলের ঘোষণা দিয়ে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Share this:


বরিশাল ব্যুরো : মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে থানা পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেয়ার মাধ্যমে আগৈলঝাড়া উপজেলায় নবাগত জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকলের দোরগোড়ায় পুলিশের সেবাসমুহ পৌঁছে দেয়ার লক্ষ্যে সর্বস্তরের জনগনের সাথে মঙ্গলবার বেলা এগারোটায় থানা চত্বরের গোল ঘরে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *