৯০দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পাচ্ছে ১২ কিশোর
বরিশাল ব্যুরো : মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঘোষিত উপহার বাইসাইকেল পাচ্ছে শেরে বাংলার পূণ্যভূমি জেলার বানারীপাড়া উপজেলার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়াকাঠি গ্রামের ১২ জন কিশোর।
আগামী ২৩ মার্চ চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। জানা গেছে, কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সংগঠটির উদ্যোক্তারা এমন উদ্যোগের কথা ঘোষণার পর স্থানীয় কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে ৩০ দিন শেষে জায়নামাজ, ৪৫ দিন শেষে ১৫ জন কিশোরকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়। তারই ধারবাহিকতায় ৯০ দিন (তিন মাস) নিয়মিত নামাজ আদায়কারী ১২ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হবে বলে জানিয়েছেন সিপিজে সোসাইটির প্রধান সমন্বয়ক সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।
রবিবার সকালে নিয়াজ মাহমুদ সোহেল বলেন, সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোরদের রক্ষা করতে এবং আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা যেমন কমে যাবে, তেমনি আদর্শ প্রজন্ম গড়ে উঠবে। তাই এলাকার সকলের প্রচেষ্টায় এমন একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে। ফলে একটি ছেলেও যদি পরবর্তী জীবনে নামাজ আঁকড়ে ধরে দেশের জন্য কাজ করতে পারে তাহলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।