গৌরনদীতে চার হাজার মাক্স বিতরণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকালে গৌরনদী উপজেলার জনসাধারনের মাঝে চার হাজার পিস মাক্স বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে মাক্স বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন উপস্থিত ছিলেন। একইদিন জেলার দশ উপজেলায় মাক্স বিতরন করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।