বরিশাল বিভাগ

যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার শীর্ষক কর্মশালার উদ্বোধন

Share this:


প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) : করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালের গৌরনদী উপজেলার করোনার সম্মুখ যোদ্ধাদের জন্য মাসব্যাপী যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার শীর্ষক ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে ।


গৌরনদী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংস্থা হারমনি ট্রাস্টের বাস্তবায়নে শুক্রবার ভোরে ভার্চুয়াল পদ্ধতিতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি ।


বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য, কোর্স কো-অর্ডিনেটর ও হারমনি ট্রাস্টের আকুপ্রেশার-রিফ্লেক্সোলজি বিভাগের প্রধান সৈয়দা শাহিদা সুলতানা, হারমনি ট্রাস্টের কনসালটেন্ট থেরাপিউটিক ইয়োগা শিক্ষক ইসরাত জাহান এশা। কোর্সে ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *