প্রথমবার কায়েস আরজু!
তুমি আছো হৃদয়ে, বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’, ‘হেডমাস্টার’, ‘মেয়েটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সর্বশেষ শামীমূল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয় করেন চট্টগ্রাম থিয়েটার থেকে উঠে আসা আরজু। এ ছবিতে আলোচিত পরীমনির সঙ্গে আরজুর লিপলক এখনও চায়ের কাপে ঝড় তোলে।
এসবই পুরনো গল্প, তবে খবরের শিরোনাম দেয়ার মত খবর হচ্ছে, প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলেন চিত্রনায়ক কায়েস আরজু। একদম চেনা পরিচিত চেহারার বাহিরের লুকে কায়েস আরজুকে চিনতে অনেকটাই সময় ব্যহত।স্বনামধন্য মার্কস গোল্ড মিল্ক কোম্পানির সাথে কাজ করেন। যেটি গতকাল থেকে স্যাটেলাইট চ্যানেলে ও অনলাইন প্লাটফর্মগুলো তে অবমুক্ত হয়েছে। ঢাকার অদূরে এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয় বেশ কিছুদিন আগে। এটি পরিচালনা করেছেন আশফাক উজ্জামান বিপুল
মিল্ক প্রডাক্ট টিভিসির সাথে যুক্ত হওয়া প্রসঙ্গ নিয়ে খুব বেশী কথা বলতে না চাইলেও, এক লাইনে শেষ করে চিত্রনায়ক কায়েস আরজু ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত অনুভব হচ্ছে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এর আগেও একাধিক বিজ্ঞাপনের অফার আসলেও বিণয়ের সাথেই না করতে হয়েছে, আমি সেইসব কাজগুলোই করি যেখানে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। আশা করছি এমন নতুন কাজ সামনে আরো উপহার দিতে পারব।
উল্লেখ্য বর্তমানে কায়েস আরজু ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি ‘সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এছাড়াও পরিচালক জাফর আল মামুন এর সিনেমার নাম ‘এক পশলা বৃস্টি’ সহ দুটো সিনেমার শুটিং চলমান।