গৌরনদীতে বালতির পানিতে চুবিয়ে শিশুপুত্রকে হত্যা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যা করেছে গর্ভধারীনি মা ছালেহা বেগম কলি । পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিন সন্তানের জননী ছালেহা বেগম কলি ।
ঘটনাটি শনিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে । রবিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে । পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ওই গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি ও তার সাড়ে তিন মাস বয়সের শিশু পুত্র জুবায়ের তালুকদারকে শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিলোনা ।
অনেক খোঁজাখুজির পর রাত বারোটার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জুবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে দেখতে পায় । তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছালেহা দৌড়ে পালিয়ে যায় । পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে ।
নিহত শিশুর বাবা সাগির হোসেন তালুকদার বলেন, তার তৃতীয় পুত্রের (জুবায়ের) জন্মের পর থেকেই স্ত্রী ছালেহা মানসিক ভারসাম্যহীন হয়ে পরে ।