আগৈলঝাড়ায় সেই শিক্ষক স্বামী গ্রেফতার
প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) বন্ধ্যত্বের অজুহাতে দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রী তালাকে মরিয়া স্বামী শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অবশেষে সত্যি হলো । পূর্বের দাবীকৃত যৌতুকের মোটা অংকের টাকা পরিশোধ না করায় প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা মনিকা হালদারকে অমানুষিক নির্যাতন করে তার শিক্ষক স্বামী দীপক অধিকারী ।
এ ঘটনায় থানায় দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত দীপক অধিকারীকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । দীপক অধিকারী আগৈলঝাড়া উপজেলার সরবাড়ি গ্রামের নারায়ন অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক। মামলার বাদি তার (দীপক) প্রথম স্ত্রী মনিকা হালদার একই উপজেলার জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ।
শিক্ষিকা মনিকা হালদার অভিযোগ করেন, বন্ধ্যত্বের অজুহাতে তার স্বামী দীপক তাকে না জানিয়ে রুমা সিকদার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন । সম্প্রতি সময়ে দীপক তার কাছে দুই লাখ টাকা দাবি করেন । এজন্য প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হতো। এনিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে কতিপয় প্রভাবশালী অভিযুক্ত দীপকের পক্ষালম্বন করে দীপকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ।
থানার পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারী দীপক ও তার দ্বিতীয় স্ত্রী রুমা সিকদারের নির্যাতনের একপর্যায়ে স্থানীয়রা মনিকাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় শিক্ষিকা মনিকা হালদার বাদী হয়ে তার স্বামী দীপক অধিকারী ও তার দ্বিতীয় স্ত্রী রুমা সিকদারকে আসামি করে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন । ওইদিন দুুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুকলোভী শিক্ষক স্বামী দীপক অধিকারীকে গ্রেফতার করেন ।