স্কয়ার সুরের সেরা এর বিচারকের আসনে শফি মন্ডল
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ইতিমধ্যেই গানের লড়াই বেশ জমে উঠেছে। এই ধারাবাহিকতায় আজ (৪ মার্চ) সেরা-৮ প্রতিযোগী কণ্ঠে তুলে নেবেন আমাদের দেশের লোক গান। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন বাউল শিল্পী শফি মন্ডল। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাউল গানের সাধনা ও প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত।
প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের মুমু, মুসা, জুঁই, জয়প্রকাশ, সুকান্ত, আরিফুল, কবির, হৃদয়। এই পর্বে সন্ধান মিলবে বাউল সাধক উকিল মুন্সীর পরিবারের একজন সদস্যের। শফি মন্ডল এর আগে বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র মূল বিচারক ছিলেন।
‘স্কয়ার সুরের সেরা’য় অতিথি বিচারকের দায়িত্ব পালন করার পর তিনি বলেন, অসাধারণ উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানের পেছনের কর্মকর্তারা। কারণ মাটির গান ভালোবাসে এমন কিছু দুর্দান্ত শিল্পীর প্রতিভা এই প্রতিযোগিতা না হলে সুপ্তই থেকে যেত। আশা করা যায়, এই প্রতিযোগিতা শেষ হবার পর দেশ গুণী কিছু শিল্পী পাবে। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।