বিনোদনসিনেমা

আমার আর শাকিব এবং শাকিবিয়ানদের ভিতরে ঝামেলা লাগাবেন না!

Share this:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মিস্টি জান্নাত। বেশ কিছু সিনেমা আছে তার দর্শকপ্রিয়। ডাক্তার এবং অভিনয় দুই দিকেই বেশ পটু তিনি। তবে সম্প্রতি আছেন আলোচনায় নানান বিষয় নিয়ে। কয়েকদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেল এর উপস্থাপক তার সাথে অপ্রীতিকর একটি ঘটনার সূত্রপাত হয় আর সেখান থেকে এখন অনেক দূর চলে এসেছে। তার ভাষ্যমতে কিছু অসাধু পাবলিক তার আর কালের জনপ্রিয় নায়ক শাকিব খান এর সাথে উল্টো-পাল্টা ভিত্তিহীন খবর প্রকাশ করে যাচ্ছে। তবে এটা নিয়ে বেশ চটেছেন মিস্টি জান্নাত। তিনি তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সেসব কথা। ডেইলি বাংলাদেশ টাইম এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো

এই শোনেন আপনারা যারা বলছেন শাকিবখান আপনাদের কাছের মানুষ তার জন্য আমাকে উল্টা -পাল্টা বলছেন ,বলার কারন হচ্ছে কিছু কিছু পোর্টাল এমন হেডলাইন দিচ্ছে যাতে করে আমার আর শাকিব এবং শাকিবিয়ানদের ভিতর ঝামেলা লাগে ।এবং ঝামেলা লেগে গেছে অলরেডি । বেপার গুলো আমি সবাইকে ক্লিয়ার করেছিলাম , কিন্তু তারা তাদের রিচ এবং ভিও বানিজ্য বাড়ানোর জন্য মজাদার ক্যাপশন দিচ্ছে । যা আমার একদমও পছন্দ হচ্ছে না । কাওকে অসন্মান করে কথা আমি কখনও ই বলি না । যেটা এত বছর বরাবরই দেখেছেন । আর শাকিব খান কে নিয়ে বরাবরই আমি পজেটিভ কথা বলেছি , কিন্তু দয়া করে কেটে কেটে কোন ভিডিও ছাড়বেন না request. আর তাসকিন আমার frd ওঁকে নিয়েও কোন হাস্যকর caption/title দিবেন না । full video সবাই ছাড়বেন আশা করবো । আর একটা press meet করবো এই ব্যাপার গুলো নিয়ে । আজ ৬ টায় নিকেতনে আমার অফিসে বেশ কিছু সাংবাদিক ভাইবোনদের কিছু কথা বলবো , সত্য -অসত্য তুলে ধরবো । সাথে আমার ২ জন advocate থাকবে । এর পরও যারা বাজে বাজে পোষ্ট দিবে ,এবং আমাকে নিয়ে বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতে যাবে তাদের আইনের আওতায় আনা হবে । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *