বিনোদন

অপু চরিত্রে প্রশংসিত সাইফ,টানা তিন সপ্তাহ ধরে সিনেপ্লেক্সে চলছে

Share this:

বিনোদন প্রতিনিধি – অভিনেতা সাইফ খান ২০০৯ সালে ‘বন্ধু মায়া লাগাইছে’ সিনেমায় নিপুণের নায়ক হয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর ‘পালাবার পথ নেই’, ‘একজনমের কষ্টের প্রেম’ ”বেগমজান ; সত্যের ভাত নেই ; সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘আমিই টোটো’সহ একাধিক ভারতীয় বাংলা সিনেমায়ও দেখা গেছে সাইফকে। খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রে মুক্তিযোদ্ধা চরিত্রে কাজ করে পেয়েছেন প্রশংসা। এছাড়াও ২০২১ সালে নায়ক সাইফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম ‘নীল দরিয়ার মাঝি’ সেটি পরিচালনা করছেন পান্না হোসেন।

সম্প্রতি তার অভিনীত এবং মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রটি গত ১৮ অক্টোবর দেশের বেশ কয়েকটি সিনেপ্লেক্সে মুক্তি পায়। বর্তমানে সিনেমাটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমায় টানা তিন সপ্তাহ ধরে চলছে।

সিনেমার প্রসঙ্গে সাইফ খান ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ এর গল্প তো পাঠ্যবই গুলোতেও ছিল। কবিগুরু বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা তিন দেশের রচয়িতা তার মানে ২০০ কোটি মানুষ তার নাম জানে। এমন মহান ব্যক্তির লেখা বিখ্যাত গল্পের একটি সিনেমা হয়, সেখানে কাজ করতে পারা একজন শিল্পীর ভাগ্যের ছোঁয়া বলা যায়। আর বলা যাহ অনেকটাই চ্যালেঞ্জ। কারণ বহু মানুষ তার মতন চরিত্রটা কল্পনা করে বিশেষ করে একটি পুরুষ মানুষ আর মেয়ে হলে অবশ্যই হৈমন্তী।

তিনি আরো বলেন, গল্পটি প্রায় ১৫০ বছর আগে লেখা হয়েছে সেই পটভূমিতে। যখন আমি সিনেমাটি করতে গেলাম হিন্দু প্রথায় স্বামী স্ত্রীর যে প্রেম এবং অপুর তার বাবার প্রতি যে শ্রদ্ধাবোধ এবং তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এই যে টানাপোড়েন এর মধ্যে দিয়ে যে গল্পটা যে চলছে এই কাজটি করাটা আমার জন্য অবশ্যই একটি চ্যালেঞ্জ ছিল। এবং ভালো লেগেছে। এবং আমার মনে হয়েছে যে আমরা সফল হয়েছি এই কারণে তিন সপ্তাহ সিনেমাটি চলেছে, ভালো না লাগলে সিনেমা একদিন এরও বেশী চলেনা।

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে এই সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। অপু চরিত্র করেছেন চিত্রনায়ক সাইফ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *