বিনোদনলাইফস্টাইল

বিজ্ঞাপনে চিত্রনায়ক সাদমান সামীর

Share this:

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সাদমান সামীর বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত। তাকে এর আগে ‘সুপার হিরো’, ‘এপার ওপার’, ‘টাইম মেশিন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

মাঝেমধ্যে বিগ বাজেটের নাটকেও দেখা যায়, তবে ফ্যাশন মডেলিং যুক্ত দীর্ঘদিন থাকায় তাই দেখা যায় মাঝেমধ্যে মডেল হতে বিভিন্ন পন্যের।

সম্প্রতি আবারো একটি বিজ্ঞাপনের কাজ করলেন। ফার্নিচার কোম্পানি ‘ব্রাদার্স’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করলেন চিত্রনায়ক সাদমান সামীর।বেশ কয়েকদিন আগে এটির শুটিং শেষ হয়।


বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রিয়াদ আহসান রনি।প্রোডাকশন হাউস ‘মুভি মেকার’। সামীরের বিপরীতে আছেন অভিনেত্রী মানষি প্রকৃতি।

বিজ্ঞাপন প্রসঙ্গে সাদমান সামীর ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, আমি সবসময় একটু ভালো কাজ গুলোই করি।অনেক কাজ আসে কিন্তু অনেক সময়েই বিনয়ের সাথেই না করতে হয়। এরমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। নতুন কয়েকটি সিনেমার প্রসঙ্গেও কথা কথা হয়েছে।সবকিছু ঠিক হলেই জানাব।

প্রসঙ্গত,আমার বাসর ঘর,ছবি টি সেন্সর হয়েছে
এবং উদীয়মান সূর্য ছবি টি সম্পাদনায় রয়েছে এবং চলমান রয়েছে পাপ প্রিয়া, ইস্টিশনের মিষ্টি মেয়ে সহ বেশ কয়েকটি ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *