খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ম্যানুয়েল নয়ার  

Share this:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ম্যানুয়েল নয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল অবসরের ঘোষণা দেন এই জার্মান গোলকিপার।

জার্মানির হয়ে নয়ারের অভিষেক হয় ২০০৯ সালে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। যার মধ্যে ৫১টিতে জালে বল ঢুকতে দেননি।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন নয়ার। মোট চারটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।

নিজের অবসরের ঘোষণা দিয়ে নয়ার বলেন, ‘আমি জার্মান জাতীয় ফুটবল দলে আমার ক্যারিয়ারের ইতি টানছি। যারা আমাকে চেনে, তারা জানে যে, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছি…তবুও এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দলে আমার অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়।’

ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছেন ১১টি বুন্ডেসলিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও বেশ কিছু শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *