কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী, শিশুসহ ৮জন আহত
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল)
মাদারীপুরে কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার রড় দিয়ে হামলা চালিয়ে নারী, শিশুসহ ৮ জনকে আহত করেছে। গুরুতর রক্তাক্ত জখম তিনজকে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে কালকিনি পৌরসভার চরবিভাগদী এলাকায এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলায় জসিম উদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী বেপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার, ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাতো ভাই ইমরান বেপারী, ইমদাদ হাওলাদারসহ ৮জন আহত হয় ।
আহত ও স্থানীয়রা জানায়, চরবিভাগদী গ্রামের জসিম উদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য ভাড়া দেয় উপজেলার উত্তর ক্ষৃনগর গ্রামের বিপ্লব বেপারীর কাছে। চুক্তি মোতাবেক তিন বছর শেষে বিল্পব তার ছোট ভাই রাজন বেপারীর মাধ্যমে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে দোকানঘর মালিকদের বুঝিয়ে দেন। সম্প্রতি জসিম উদ্দিন ও ওয়াসিমের কাছে আরো টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বিপ্লব । শনিবার দুপুরে নিজবাড়ি থেকে ওয়াসিম মোটরসাইকেলযোগে ভুরঘাটা যাবার পথে কালকিনি থানার মোড়ে বিপ্লব, ওয়াসিমের গতিরোধ করে। এরপর দুইজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে উপস্থিত লোকজন বিপ্লব ও ওয়াসিমকে শান্ত করলে দুইজনেই বাড়িতে চলে যায়।
পরবর্তীতে বিপ্লব ওয়াসিমের দোকান ঘর তালাবদ্ধ করতে যায়। এ সময় ওয়াসিমের বড় ভাই জসিম বাধাঁ দিলে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা উভয়কে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। পরবর্তীতে জসিম উদ্দিন ও তার আত্মীয়রা নামাজের জানাযায় মোটরসাইকেল যোগে রওনা দিলে বিপ্লব বেপারী, তার সহযোগী আকবর মুন্সীসহ ২০ থেকে ৩০ জন জসিমের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এবং হাতুড়ি ও রট দিয়ে এলোপাথালী পিটায়। খবর পেয়ে জসিমকে উদ্ধারের জন্য ছোট ভাই ওয়াসিম ও তার চাচা আকবর বেপারী এগিয়ে আসলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
পরবর্তীতে বিপ্লবের নেতৃত্বে হামলাকারীরা পূনরায় জসিমদের বাড়ির টিনের গেট ভেঙ্গে প্রবেশ করে ওয়াসিম ও তার পরিবারের উপর হামলা চালায়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।