বরিশাল বিভাগ

বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

Share this:

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি-দীর্ঘদিন প্রেমের পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি ব্লক করে দেওয়ায়, বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করেছেন মরিশাস প্রবাসী এক প্রেমিক। বরিশালের আগৈলঝাড়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক এলাকাবাসী তাদের একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের বিবেক ঢালীর ছেলে মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে আসেন। পরে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পলাশ বালার মেয়ে নার্সিংয়ে পড়ুয়া তন্নী বালা পাখির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরাসহ তন্নীর নার্সিং পড়াশোনায় সব ধরনের সহযোগিতা করতেন শিশির ঢালী। 

তবে সম্প্রতি শিশিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা তন্নী। এ কারণে শিশির শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত রাহুতপাড়ায় প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। 

৯ ঘণ্টা অনশনের পরে স্থানীয় ইউপি সদস্য মানিক সরদার ও পুলিশ গিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে শিশিরকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী শিশির ঢালীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তন্নী বালা বলেন, শিশিরকে কখনো বিয়ের কথা বলিনি। 

এমনকি তার সঙ্গে বিয়ে দেওয়া হলে আত্মহত্যার হুমকি দেন তন্নী।

এদিকে শিশির ঢালী বলেন, প্রেমিকা তন্নী বালাকে বিয়ে করতে না পারলে বিষপানে আত্মহত্যা করব। 

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে এসআই মামুন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাকে বুঝিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *