টালিউডবিনোদন

সিনেমা দিয়েই বছর শুরু আরজুর

Share this:

ঢাকাই সিনেমার অন্যতম প্রিয়মুখ চিত্রনায়ক কায়েস আরজু। দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তারই ধারাবাহিকতা প্রথমবারের মতো ভিন্নধারার চলচ্চিত্র “আজিরন” এর সাথে পথচলা শুরু করলেন কায়েস আরজু।নির্মিতব্য এই ছবিটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হন প্রমিজিং এই চিত্রনায়ক।জি এস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য রাশেদ রেহমানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য,প্রযোজনা ও পরিচালনা করছেন গীতালি হাসান।

এতে আরজুর বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন ছোট পর্দার প্রিয় মুখ সুমাইয়া অর্পা। প্রযোজনা সংস্থা জানায়,২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর মনোরম প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য চিত্রায়নের কাজ চলবে।এরপর দ্বিতীয় লটে সিলেটে শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হবে।কায়েস আরজু বলেন, ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে আমার।আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

বিভিন্ন দৃশ্যের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন- গোলাম কিবরিয়া তানভির,গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু,মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু)আদিত্য, আনন্দ প্রমুখ।চিত্রগ্রহণে শহিদুল্লাহ দুলাল।গান লিখেছেন কবির বকুল,স্নেহাশীষ ঘোষ, অনন বিশ্বাস। সংগীত পরিচালনায় ইমরান।বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন ইমরান,কণা,আনিসা,ফজলুর রহমান বাবু,শুভ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *