লাইফস্টাইল

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং প্রধান পৃষ্ঠপোষক এপেক্স

Share this:

বাংলাদেশের জনপ্রিয় ও স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড “বিশ্বরঙ” এর নতুন কালেকশন নিয়ে র‍্যাম্পে অংশগ্রহণ করা হয়। এই বিশ্বরঙ এর ফ্যাশন কিউ’র প্লানিং ও আইডিয়াতে ছিলেন- প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী ও বিশ্বরঙ এর স্বত্তাধিকারী বিপ্লব সাহা।

এই বছর বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি হলো এই উপলক্ষে বিশ্ববিখ্যাত পেইন্টিং এর উপর আমাদের বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। বিশ্বরঙ-এর শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা এবং গুণী চিত্রশিল্পী ও স্থাপত্যশীল্পিরা। এদের মধ্যে ছিলেন- স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাঈমা হক, চিত্রশিল্পী শামীম সুবরানা, ড. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন-চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, সরকার নাহিদ নিয়াজী মান্না।

তাছাড়া বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশ্বরঙ ও বিপ্লব সাহাকে।

এই ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেছে আশিকুর রহমান পনি। মেকআপ পার্টনার হিসেবে ছিলো অরা বিউটি লাউঞ্জ।

অসংখ্য ধন্যবাদ বিশ্বরঙ টীম,সকল মিডিয়া, মডেল, মেকওভার, ফটোগ্রাফারসহ বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি টীমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *