বিপ্লব সাহা’র ‘তোমার চোখে চোখ পড়তেই’
ঢাকাই ফ্যাশন ইন্ড্রাস্টির সেরা দশজন ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার নাম নিতে গেলে বিপ্লব সাহার নামটি অনায়াসে চলে আসে। তার নাম চলে আসার কারণ তার গুণ, কর্ম, ও পরিচ্ছন্নতা। দুই যুগেরও বেশী সময় ধরে দেশ ও দেশের বাহিরের মানুষের জন্য বুনে যাচ্ছেন তার কর্ম। তিনিই বিশ্বরঙ এর কর্ণধর বিপ্লব সাহা, আর তিনি একটি ব্র্যান্ডের নাম।
ফ্যাশন দুনিয়ার মানুষ হিসেবেই মানুষ বেশী চিনলেও তিনি তার গুণকে এক যায়গায় আবদ্ধ করে রাখেননি বরং রঙের মতনই নিজেকে ছড়িয়েছে চারদিকে। তিনি গান করেন। গানকে মনের মধ্যে লালন করেন। সেই সুবাদে শখের বশে মাঝেমধ্যে গানও করেন তিনি। এর আগে বিপ্লব সাহা গান করেছিলেন কনক চাঁপা, আঁখি আলমগীরের সঙ্গে। তার কণ্ঠে শোনা গিয়েছিল আশা ভোসলে, হেমন্ত-লতার বিখ্যাত গান।

এবার চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে গাইলেন বিপ্লব সাহা। গানের শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়তেই’। গানটি কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটিতে মডেল হয়েছন এই প্রজন্মের অত্যান্ত মেধাবী এবং জনপ্রিয় নায়ক সানজু জন এবং লাক্স ফটো সুন্দরী মিলা। গানের ভিডিও ধারণ করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে।
বিপ্লব সাহা বলেন, ‘শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যে এবং ঈদের আনন্দকে আরো রাঙ্গিয়ে দিতে আমার এ আয়োজন।
তিনি বলেন, মিষ্টি সুর ও কথায় রোমান্টিক গান করলাম। কথার সঙ্গে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।