খেলা

বাংলাদেশ সফরে আসছে ভারত, প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার )-ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। এবারের অপেক্ষাটা আরও বড় কারণ ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের মাটিতে আয়োজন হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার পূর্ণাঙ্গ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বহুল প্রতীক্ষিত সফরের সূচি।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাজানো এই সিরিজে ভারতীয় দল ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট। এরপর ১৭ আগস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হবে ঢাকাতেই ২০ আগস্ট। আর শেষ ওয়ানডে ম্যাচটি ২৩ আগস্ট চট্টগ্রামের মাটিতে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ আগস্ট, চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ আগস্ট ঢাকার মিরপুর শেরে বাংলায়।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-ভারত সিরিজ মানেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা। ভারত বিশ্ব ক্রিকেটে নিজেদের মানদণ্ড তৈরি করেছে। তাই ঘরের মাঠে এই সিরিজ আমাদের জন্য বিশেষ কিছু। টি-টোয়েন্টি সিরিজটি আবার প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে — যা দুই দেশের ক্রিকেটভক্তদের জন্য দারুণ এক উপলক্ষ হতে চলেছে।’

ভারত দলের বাংলাদেশ সফর ২০২৫ — পূর্ণ সূচি

তারিখইভেন্টভেন্যু
১৩ আগস্টভারত দল ঢাকায় পৌঁছাবে
১৭ আগস্টপ্রথম ওয়ানডেমিরপুর
২০ আগস্টদ্বিতীয় ওয়ানডেমিরপুর
২৩ আগস্টতৃতীয় ওয়ানডেচট্টগ্রাম
২৬ আগস্টপ্রথম টি-টোয়েন্টিচট্টগ্রাম
২৯ আগস্টদ্বিতীয় টি-টোয়েন্টিমিরপুর
৩১ আগস্টতৃতীয় টি-টোয়েন্টিমিরপুর
১ সেপ্টেম্বরভারত দলের ঢাকা ত্যাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *