নৃত্যপরিচালক সাইফুল ইসলাম আটক
রাজধানীর বনানীর ইউনিক রিজেন্সি হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে রংধনু গ্রুপের হেড অব মিডিয়া ও নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলামকে মাদকসহ আটক করা হয়েছে।
ডিএনসির মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাইফুলসহ আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি শিশা, ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি।