বরিশাল বিভাগ

বরিশালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

Share this:

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে রনজিত কর্মকারের ভাড়াটিয়া খোকন কর্মকার (৫২) করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পরলোকগমন করেছেন। তিনি জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে বুধবার সকালে ঢাকা থেকে আসেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়েদ মোঃ আমরুল্লাহ বলেন, নতুন করে উপজেলায় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন-জনতা ব্যাংক টরকী শাখার ম্যানেজার, কমলাপুর গ্রামের এক বাসিন্দা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তার মেয়ে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা পরিবহনকারী দুইজন। এনিয়ে উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন, মৃত্যুবরন করেছেন একজন এবং সুস্থ্য হয়েছেন পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *