বরিশালে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধণ
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিক্রির শুক্রবার সকালে উদ্বোধণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান, ডিলার একেএম মাহবুবুল ইসলাম রতন প্রমুখ। ইউপি চেয়ারম্যান জানান, এখন থেকে মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দারা টিসিবির সকল পণ্য সরকার নির্ধারিত মূল্যে ইউনিয়ন পরিষদ থেকে ক্রয় করতে পারবেন।